আজ বাংলায়: সিঙ্গুরে শিল্প জমিতে মাছের ভেড়ি, ইছাপুরে TMC নেতা খুনের নেপথ্যে ছিল একাধিক আততায়ী। Bangla News
সিঙ্গুরে শিল্পের জমিতে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। তার বিরোধিতায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল সিপিএমের কৃষক সংগঠন। গত ১১ বছরে কোনও রাজ্যে কোনও কারখানা হয়নি। আক্রমণ বিজেপিরও। বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
ইছাপুরে তৃণমূল নেতা খুনের নেপথ্যে ছিল একাধিক আততায়ী। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ। এমনকি ঘটনার আগে একাধিকবার এলাকায় রেকিও করে তারা। তারপরই পরিকল্পনামাফিক অপারেশন হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে এমনটাই খবর মিলেছে। গতকালই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
একবালপুরে বিস্ফোরণ, ১ মহিলা সহ আহত ৬। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। রান্নার গ্যাসের মেরামতির কাজ চলার সময় বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় নার্সিংহোমে। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ।
স্কলারশিপের ফর্ম স্পিড পোস্ট করতে এসে লিঙ্ক ‘বিভ্রাট’, বেলদায় বিক্ষোভ। বেলদার খাকুরদা, জাহালদা পোস্ট অফিসে সকাল থেকে ভিড়। লিঙ্ক ‘বিভ্রাটে’ ফর্ম স্পিড পোস্ট করতে না পারায় বিক্ষোভ। সকাল থেকে সন্ধে পর্যন্ত লাইন, বিক্ষোভ সামলাতে নামল পুলিশ। যতক্ষণ লাইন থাকবে, ততক্ষণ স্পিড পোস্ট হবে, জানালেন পোস্টমাস্টার।
কয়লাপাচারকারীদের বিরুদ্ধে বীরভূমের লোকপুরে ফের পুলিশি অভিযান। ২৬টি ডাম্পারে প্রায় ৫০০ টন কয়লা বাজেয়াপ্ত হওয়ার দাবি পুলিশ সূত্রে। গ্রামে চলছে পুলিশি টহল। বেআইনিভাবে কয়লা মজুত ঠেকাতে ২৮ তারিখ পুলিশি অভিযান ঘিরে রণক্ষেত্র হয়েছিল লোকপুর।কয়লাপাচারকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে।
লোকাল ট্রেন, মেট্রোয় বাড়তি যাত্রী পরিবহণের অনুমতি দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামীকাল থেকে ৭৫ শতাশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, মেট্রো। সেইসঙ্গে মেট্রোয় ফিরছে টোকেনও। রাজ্য সরকারও জানিয়েছে, ৭৫ শতাংশ দর্শক, গ্রাহক নিয়ে কাল থেকেই খোলা যাবে অডিটোরিয়াম, হোটেল, রেস্তোরাঁ, সুইমিং পুল।