আজ বাংলায়: গোসাবায় দিনভর বাঘের আতঙ্ক। Bangla News
গোসাবায় নতুন করে বাঘের আতঙ্ক। কুমীরমারিতে বন দফতরের অফিসের পাশেই দেখা গেল বাঘ। গ্রামের মধ্য়ে বাঘটি ঢুকে পড়ে বলে দাবি বন দফতরের। ৪ নম্বর মিত্রবাড়ির জঙ্গলে সকালে বাঘ দেখা গিয়েছিল। তবে সকালের বাঘ আর এই বাঘ আলাদা বলে দাবি বনকর্মীদের। ইতিমধ্য়েই স্পিড বোটে কুমীরমারির দিকে রওনা হয়েছেন বনকর্মীরা।
নতুন বছরের শুরুতেই গোসাবার আরও একটি গ্রামে বাঘের আতঙ্ক। বাঘের হানায় আক্রান্ত বন দফতরের আধিকারিক। তাঁর মুখে ও পায়ে আঘাত লাগে। বন দফতর সূত্রে খবর, এদিন অভিযান সময় আচমকা হামলা চালায় রয়্যাল বেঙ্গল। বন দফতরের আধিকারিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল চরঘেরি গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ। আজ সকালে লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে ঢুকল বাঘ। এদিন স্থানীয় মত্স্যজীবীরা সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর মিত্রবাড়ি জঙ্গলের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। চরঘেরি গ্রামের জঙ্গলের দিকটি জাল দিয়ে ঘিরে দেওয়ার পরেও জায়গা বদল করেছে রয়্যাল বেঙ্গল। ফলে আশপাশের এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন।
করোনা আক্রান্ত কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার। করোনা আক্রান্ত অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল। রয়েছেন হোম আইসোলেশনে, খবর সূত্রের।
কলকাতা মেডিক্যালে আরও ৩ জন করোনা আক্রান্ত। ২ জন পড়ুয়া ও ১ জন ইন্টার্ন করোনা আক্রান্ত। ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে।
বছরের প্রথম দিন জমজমাট রাজ্যের বিভিন্ন পর্যটনস্থল থেকে পিকনিকস্পট। শান্তিনিকেতন, টাকি, হাজারদুয়ারি-সব জায়গা উপচে পড়ল পর্যটকদের ভিড়়ে। শিকেয় দূরত্ববিধি, মাস্কহীন মুখে দেদার হুল্লোর দিনভর।
দিঘায় (Digha) ভিড়। ফাঁকা মন্দারমণি (Mandarmani)। কার্যত পর্যটকশূন্য সমুদ্রসৈকত। বিপুল সংখ্যায় পর্যটকের ভিড় ছিল দিঘায়। কিন্তু মন্দারমণির সমুদ্র সৈকতে ভিড় প্রায় নেই বললেই চলে।
করোনা-ওমিক্রন আতঙ্কের মধ্যেই ২০২২ -এ পা। সকাল থেকেই বছরের প্রথম দিনের আনন্দে মাতোয়ার আম-জনতা। ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, নিক্কো পার্ক, ইকো পার্কে। কচি-কাঁচারা বড়দের হাত ধরে হাজির চিড়িয়াখানায়। মানুষের ভিড় দিঘার সমুদ্র সৈকতেও।