আজ বাংলায়: দোল খেলে চিকিৎসা করাতে এসে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে তাণ্ডব চালাল একদল মত্ত যুবক | Bangla News
দোল খেলে চিকিৎসা করাতে এসে হাসপাতালে তাণ্ডব একদল মত্ত যুবকের। ভাঙচুর বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
মৃত আমতার ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) বাড়িতে হান্নান মোল্লা (Hannan Mollah)। সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের, অভিযোগ হান্নানের। পুলিশের গুন্ডামিকে সমর্থন রাজ্য সরকারের, অভিযোগ হান্নানের। ‘এক মাস অপেক্ষা করব, বিচার না পেলে সুপ্রিম কোর্টে যাব’, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা সালেম খান।
উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে লড়বেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এর আগে আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন অগ্নিমিত্রা। ওই কেন্দ্র থেকে জিতেছিলেন অগ্নিমিত্রা পাল। বালিগঞ্জ বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়বেন কেয়া ঘোষ। কেয়া ঘোষ এখন রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র । বিজেপি থেকে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। আগামী ১২ এপ্রিল হবে ওই উপনির্বাচন।
বহু ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদের (Murshidabad) নিমতিতা রাজবাড়ি ঘুরে দেখল রাজ্য হেরিটেজ কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। ভাগিরথী পাড়ের ধ্বংসপ্রায় ঐতিহ্যের প্রাসাদ শেষ পর্যন্ত কী তাহলে সংরক্ষণ হতে চলেছে? আশায় বুক বাঁধছেন স্থানীয়রা।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)