Kolkata Metro: ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, কী জন্য বন্ধ মেট্রো? জানুন বিস্তারিত
ABP Ananda LIVE: দু'দফায় ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো । হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ । বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে । তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো । আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল।
অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলায় বার্ড ফ্লু-র দাপট । দাপটে পূর্ব গোদাবরী জেলায় মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মুরগির, জানিয়েছে NIHSAD । ওই এলাকায় মুরগি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা কালেক্টর পি প্রশান্তি । এলাকার পোলট্রি ফার্মগুলি ৩ মাসের জন্য বন্ধ রাখা হয়েছে । ওই এলাকায় মুরগি আমদানি ও রফতানিও নিষিদ্ধ করা হয়েছে । পরিস্থিতির উপর নজরদারি চালাতে ২৪ টি চেক পোস্ট তৈরি করেছে তেলেঙ্গানা সরকার । পোলট্রিজাত সামগ্রী আমদানি রফতানির উপর নজরদারি চালানো হচ্ছে



















