TMC News: ফের তৃণমূল বনাম তৃণমূল, অপসারিত তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সন
ABP Ananda Live: তৃণমূল বনাম তৃণমূল। শাসকের সঙ্গেই শাসকের লড়াই। সেই লড়াইয়ে ভাঙাগড়া অব্যাহত কোচবিহার তৃণমূলে। তৃণমূল কাউন্সিলরদের অনাস্থায় অপসারিত তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সন। ফের প্রকাশ্যে এল তৃণমূলের কোন্দল। ২০২২-এর পুরভোটে ১২টি ওয়ার্ডই দখল করে তৃণমূল। সম্প্রতি চেয়ারপার্সন কৃষ্ণা ঈশরের বিরুদ্ধে অনাস্থা আনেন ১০ তৃণমূল কাউন্সিলর। কাউন্সিলরদের অভিযোগ, কারও কথা না শুনে নিজের মতো কাজ করছেন চেয়ারপার্সন।
দু'দফায় ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো । হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ । বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে । তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো । আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল




















