Aj Banglay: তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ
তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে (Shalimar Paints) তোলাবাজির অভিযোগ। হাওড়ার (howrah) নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখ সাজ্জাদ শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ। মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসের সিকিওরিটি অফিসারকে হুমকির অভিযোগ। দলবল নিয়ে এসে কারখানার ভিতরে হামলার চেষ্টার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ খারিজ তৃণমূল নেতা সাজ্জাদ শেখের । '২০১৪-য় কারখানায় আগুন লাগার পরেই উৎপাদন বন্ধ'।কর্মীদের বকেয়া চেয়ে আন্দোলন করায় মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতার






























