নজরে ৯ চটজলদি: ত্রিপুরায় গেরুয়া ঝড়, মোদির অভিনন্দন বার্তা | Bangla News
ত্রিপুরায় (Tripura) ৩৩৪ টি আসনের মধ্যে ৩২৯ টি আসনেই জয় বিজেপির। পুরনিগম, পুরসভা, নগর পঞ্চায়েতের প্রায় ৯৯ শতাংশ আসনে জয় বিজেপির (BJP)। মোট প্রাপ্ত আসনের নিরিখে দ্বিতীয় স্থানে বামেরা। ত্রিপুরার ত্রিস্তর পুরভোটের বড় সংখ্যক ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল। বিজেপির কাছে আগরলতা পুরসভা হারাল বামেরা। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডে জয় বিজেপির। প্রথমবার ভোটে লড়ে দ্বিতীয় স্থানে উঠে এল তৃণমূল। আগরতলা হাতছাড়া করে অনেক আসনে তৃতীয় স্থানে বামেরা। আগরতলায় ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল, ২৫টি ওয়ার্ডে তৃতীয় স্থানে বামেরা এবং চতুর্থস্থানে নেমে এল কংগ্রেস (Congress)।
"ভাল শাসন ব্যবস্থাতেই চান ত্রিপুরাবাসী। পুরভোটে ত্রিপুরাবাসী সেই বার্তাই দিয়েছেন। জনকল্যাণ মূলক কাজে উৎসাহ দেবে ত্রিপুরার রায়।" ত্রিপুরায় পুরভোটে বিপুল সাফল্যের পর ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)।
বিরোধী শূন্য আগরতলা কর্পোরেশন। ৫১টি ওয়ার্ডে জয়ী গেরুয়া শিবির। প্রথমবার লড়ে দ্বিতীয় স্থানে তৃণমূল। পুরসভা হাতছাড়া হয়ে তৃতীয় বামেরা। চতুর্থ স্থানে কংগ্রেস।
ত্রিপুরায় ফুটল ঘাসফুল। আমবাসা পুর পরিষদে ১টি আসনে জয়। আমবাস ও তেলিয়ামুড়ায় দ্বিতীয় তৃণমূল (TMC)। "যে কোনও দলের ক্ষেত্রে ব্যতিক্রমী", ট্যুইট অভিষেকের (Abhishek Banerjee)।