West Bengal Elections 2021: ২০২১-এ তৃণমূলের সরকার গঠন হলে রাজ্য এবং কেন্দ্রে একই সরকার হবে, বেফাঁস মন্তব্য় সুনীল মণ্ডলের
কাল বাম-কংগ্রেসের ব্রিগেড। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন বাম-কংগ্রেসের নেতারা। ইতিমধ্যেই দূর-দূরান্তরের জেলা থেকে আসতে শুরু করছেন কর্মী-সমর্থকরা।
‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দি যা কোনওদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি’, বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের।
ব্রিগেডের আগের দিনেও কাটল না জোটের জট। সিপিএমের কাছে বাড়তি আসন চাইল কংগ্রেস। ন্যূনতম ১১০টি আসনের দাবিতে সওয়াল কংগ্রেসের। এখনও পর্যন্ত কংগ্রেসকে ৯২টি আসন ছেড়েছে সিপিএম। ‘১১০টি আসন পাওয়ার পরে সিদ্দিকিকে আসন। বাড়তি আসন থেকে সিদ্দিকিকে আসন দেওয়া হবে। তার আগে আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া সম্ভব নয়,’ বিমান, সেলিমদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন অধীর। জোটে জট থাকলেও কাল ব্রিগেডে থাকবে কংগ্রেস। জটিলতা থাকলেও দ্রুত কাটবে, দাবি সিপিএমের। জোটে জটিলতা থাকলেও ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকি।
৭ মার্চ নরেন্দ্র মোদির ব্রিগেড। মাঠ ভরাতে তৎপর হয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই স্ট্রিট কর্নার, বাইক মিছিল করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রচারেও। যদিও, গেরুয়া শিবিরের ব্রিগেডকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
বামেদের ব্রিগেড সমাবেশের আগের দিন সিপিএমের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল বারাসাত পুর এলাকায়। নাগরিক সমাজের নামে দেওয়া ওই পোস্টারে এলাকায় অসামাজিক কাজের জন্য তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কেন্দ্র-রাজ্যে তৃণমূলকেই চাই। মঙ্গলকোটের সভায় বেফাঁস তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মণ্ডল।
কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল All India Bank Officers' Confederation। আগামী ১৫ ও ১৬ মার্চের ধর্মঘটের পরেও সমস্যার সমাধান না হলে ভোটের আগেই পথে নামতে চলেছে AIBOC।






























