এক্সপ্লোর
Panchayat Election: পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে, বীরভূমে তৃণমূল প্রার্থীকে তলব করল এনআইএ
পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে, বীরভূমে তৃণমূল প্রার্থীকে তলব করল এনআইএ। আজই বীরভূমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। নলহাটির বানিওর পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন মনোজ ঘোষ। এনআইএ সূত্রে খবর, গত বুধবার নলহাটিতে প্রার্থীর পাথর খাদান ও ক্রাসারে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার। ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১৩০টি জিলেটিন স্টিক, একটি আগ্নেয়াস্ত্র, ও ৪টি কার্তুজ উদ্ধার হয়। ক্রাসার সিল করে দেয় এনআইএ। পঞ্চায়েত ভোটের মুখে এই বিস্ফোরক কী কারণে মজুত করা হয়েছিল? জানতেই তৃণমূল প্রার্থীকে তলব।






























