এনআইএ তদন্তে রাজ্যে জঙ্গি মডিউলে উঠে এল আরও দুই নাম, কারা তারা?
রাজ্যে জঙ্গি মডিউলে নতুন তথ্য| এনআইএ তদন্তে উঠে এল আরও ২ জনের নাম| আনসারি বলে চিহ্নিত এক
ধৃত ৬ জনকে আজও জেরা দফায় দফায়| আজই ৬ জনকে নিয়ে যাওয়া হবে দিল্লি| রানিনগরে জঙ্গি সন্দেহে ধৃতের বাড়িতে গোপন কুঠুরির হদিশ মিলল ইলেকট্রনিক সার্কিটও| বাকি জঙ্গিরাও ব্যবহার করতে পারে এমন সুড়ঙ্গ, খবর এনআইএ সূত্রের|
থেকে সন্দেহভাজন ৯ আলকায়দা জঙ্গির গ্রেফতারিতে গোয়েন্দাদের কপালে ভাঁজ পড়েছে। সেই উদ্বেগ আরও বাড়িয়ে এবার মুর্শিদাবাদের রানিনগরের মধ্যপাড়া থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি আবু সুফিয়ানের বাড়ির নির্মীয়মাণ অংশে মিলল গোপন কুঠুরির হদিশ! পৈত্রিক বাড়ি লাগোয়া জমিতে সম্প্রতি দুটি ঘর তৈরি করছিলেন সুফিয়ান। তার একটিতেই এই গোপন কুঠুরির হদিশ পান গোয়েন্দারা।






























