এক্সপ্লোর
আনন্দ সকাল (১): প্রজাতন্ত্র দিবসে Red Fort-কাণ্ডে কাঠগড়ায় খলিস্তানপন্থী সংগঠন, Tweet করে নিন্দা কেন্দ্রীয় মন্ত্রীর
Delhi-র বুকে অনেক আন্দোলন দেখেছে দেশ। কিন্তু এই ছবি কোনওদিন দেখা যায়নি। দেশের অন্যতম হাই সিকিওরিটি জোন Red Fort। তার মধ্যে দিনটা প্রজাতন্ত্র দিবস। আগে থেকেই ঠিক ছিল এদিন ট্র্যাক্টর র্যালি করবেন আন্দোলনরত কৃষকরা। সেই র্যালির সূত্র ধরে সটান লালকেল্লায় ঢুকে আন্দোলনের পতাকা উত্তোলন ঘিরে বেড়েছে বিতর্ক। এই বিতর্কের পিছনে শিখ ফর জাস্টিসকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। অভিযোগ, এই সংগঠন আসলে খলিস্তানপন্থী। এদিকে লালকেল্লার ঘটনায় ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। তিনি বলেছেন, 'লালকেল্লা মর্যাদার প্রতীক। আন্দোলনকারীদের উচিত ছিল সেখান থেকে দূরে থাকা।'






























