আনন্দ সকাল (১): লোকাল ট্রেনের ভবিষ্যৎ কী? শুনে নিন লেটেস্ট আপডেট
কবে থেকে কীভাবে রাজ্যে লোকাল? সকাল-সন্ধে মিলিয়ে হাওড়া, শিয়ালদায় ২১০ টি ট্রেন চালাতে চায় রাজ্য। এই নিয়ে আজ ফের রেলের সঙ্গে বৈঠক। দফায় দফায় বৈঠকের পর বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত। করোনাবিধি মেনে ভিড় নিয়ন্ত্রণ কীভাবে হবে এখন সেটাই আলোচ্য বিষয়। অন্যদিকে বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ, সুস্থতা। দৈনিক মৃত্যু বাড়ল প্রায় ৬০ শতাংশ। ২১ শতাংশ বাড়ল দৈনিক সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১২ লক্ষ ১১ হাজার ৯৯৬ জনের। আক্রান্ত ৪ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার ৩৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭২২ জনের। পাশাপাশি হোয়াইট হাউস দখলে জোর টক্কর। ট্রাম্প-বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই। রিপাবলিকানদের পিছনে ফেলে দৌড়ে এগিয়ে ডেমোক্র্যাটরা। ১২ প্রদেশে জয় বাইডেনের, ১২টিতে জয় ট্রাম্পের। ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট দখল ডেমোক্র্যাটদের। নিউ ইয়র্কও দখল বাইডেনের। ট্রাম্পের দখলে আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা। কেন্টাকি, লুইসিয়ানা ইন্ডিয়ানাও রিপাবলিকানদের দখলে।