Ananda Sakal: এসএসসি কাণ্ডে আজ আদালতে পেশ কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে
এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, এস পি সিন্হা, অশোক সাহার পর এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ তাঁকে তোলা হবে আদালতে। নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর, তাঁকে গ্রেফতার করল CBI। এর আগে, গত ১০ অগাস্ট SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছিল CBI। বৃহস্পতিবার প্রশাসক ও সভাপতির পদ মিলিয়ে, ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে থাকা কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে তাঁর কী ভূমিকা ছিল? কোনও জায়গা থেকে সুপারিশ আসত? কোনও প্রভাবশালী যোগ ছিল কিনা, সেই সব প্রশ্নেরও উত্তর জানতে চেয়েছে সিবিআই, খবর সূত্রের।






























