অভিষেকের বাড়িতে 'হামলা'র নিন্দায় সৌগত, 'ধর্মের কল বাতাসে নড়ে', কটাক্ষ লকেটের , দেখুন Ananda Sakal
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড়ে যাওয়ার পথে BJP-র সর্বভারতীয় সভাপতি JP Nadda-র কনভয়ে হামলা। তৃণমূলের ঝান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এক দল কর্মী। বিজেপি সভাপতির-সহ কনভয়ে থাকা কেন্দ্র ও রাজ্যস্তরের একাধিক নেতার গাড়ি লক্ষ্য করে দফায় দফায় চলল ইটবৃষ্টি। আহত হলেন বিজেপি নেতা। ABP Ananda-র গাড়ির কাচ ভাঙল। এর জেরে বঙ্গভবনে চালানো হল হামলা। অভিযুক্ত বিজেপি। দিল্লিতে অভিষেকের বাড়ির সামনে বিক্ষোভ। বাড়ির দেওয়ালে লেপা হল কালো কালি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফে সৌগত রায় জানান, রাত ৯টা নাগাদ কিছুজন বঙ্গভবনে হামলা চালানোর চেষ্টা করে, পুলিশে আসে। যারা আসছে তারা কোনও পতাকা নিয়ে আসেনি, আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, জানালেন বর্ষীয়ান এই নেতা। পাল্টা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। তবে করা ঘটিয়েছে তার বিচার হবে। ধর্মের কল বাতাসে নড়ে, নিউটনের ল, যা দেবে তাই ফেরত পাবে'। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোর থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা কাটলেও আংশিক মেঘলা থাকছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, তাপমাত্রা কুয়াশার জেরে খুব একটা নামতে পারছে না। কলকতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।