Ananda Sakal I: ব্রিগেড সভার কাটআউটে নিজের ছবি -- কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি?
রবিবারের ব্রিগেড সমাবেশ নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'আগামী নির্বাচনের জন্য বিজেপি অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু নির্বাচনের আগে কর্মীদের দিশা দেখানোর প্রয়োজন ছিল। কী কী বিষয়ে লড়াই হবে, প্রধানমন্ত্রী তাঁর এক ঘণ্টা পাঁচ মিনিটের ভাষণে সেকথা বলেছেন। এছাড়াও শক্তি দেখানোর প্রয়োজন ছিল। বিজেপি (BJP) তৈরি, বাংলার মানুষকে এই বার্তা দেওয়া গিয়েছে।' একইসঙ্গে গতকাল ব্রিগেডকে কেন্দ্র করে লাগানো কাটআউটে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্যস্তরের নেতাদের মধ্যে একমাত্র দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবি। তা কি কোনও বার্তা স্পষ্ট করে? এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানাচ্ছেন, “কেন্দ্রীয় কোনও অনুষ্ঠানে রাজ্য সভাপতি হিসেবে আমার ছবি রাখা হয়। এটা আমাদের দলের নিয়ম। “পাশাপাশি দল-ভাঙানোর অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল ভাঙার জন্য তো তৃণমূল কংগ্রেসই (TMC) দায়ী। কেউ যদি তৃণমূল করতে না চান তার জন্য কি বিজেপি দায়ী? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেদের কর্মীদের বিশ্বাস করতে পারছেন না, তাই তারকাদের নিয়ে আসছেন। তাই যারা বিজেপিতে কাজ করার জন্য আসতে চান, আমরা তাঁদের সুযোগ দিচ্ছি মাত্র।“ অন্যদিকে ভোটের মুখে ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূলে ভাঙন। এবার দল ছাড়তে চলেছেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাস (Ranjit Biswas)। তিনি গতকাল তাঁর দল ছাড়তে চাওয়ার কথা জানান। তাঁর ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বে সঙ্গে কথা হয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে দল করছেন তিনি, জেলা পরিষদের সদস্য হওয়া সত্ত্বেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে দলীয় কোনও কর্মসূচিতে ডাকেন না। এনিয়ে বারবার প্রতিবাদ করেও তিনি ফল পাননি।