Ananda Sakal I: 'এমন লড়াই করুন, যাতে উনি নিজের কেন্দ্রেই ব্যস্ত থাকেন', মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে কর্মীদের বার্তা নাড্ডার
বঙ্গ সফরে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্রে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্রে। বিজেপি সভাপতির কর্মসূচি থেকেই স্পষ্ট তাঁদের টার্গেট কী। সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন সঞ্চালন কমিটির বৈঠকে নাড্ডা বলেন, মমতার কেন্দ্রে জোর লড়াই দিতে হবে। গৃহসম্পর্ক অভিযান নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। জিতে গেলে সারা ভারতের নজরে পড়ে যাবেন। হেরে গেলেও এমন লড়াই করবেন, যাতে উনি যেন কেবল নিজের কেন্দ্রেই ব্যস্ত থাকেন। পাশাপাশি বৃহস্পতিবার সকালেও ঘন কুয়াশায় ঢেকেছে শহর কলকাতা। যার জেরে দৃশ্যমানতা নেমেছে অনেকটাই। এর প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। বিলম্বিত হচ্ছে পরিষেবা। বিমানবন্দর সূত্রে খবর, ৫০ মিটারের নিচে নেমে গেছে দৃশ্যমানতা ফলে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে বিমান চালানোর চেষ্টা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দেখা যাচ্ছে কুয়াশা। সকাল ১১টা অবধি এমন পরিস্থিতিই থাকবে বলে মনে করা হচ্ছে, ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিষেবা।






























