Ananda Sakal I: স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার সবাই; জল্পনার মধ্যেই পদ থেকে ইস্তফা শুভেন্দুর
এবার সবার জন্য স্বাস্থ্যসাথী। রাজ্যের সব মানুষই পাবেন ৫ লক্ষ টাকা সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ঋণের ভারে ধুঁকছে রাজ্য, শুধুই মিথ্যে প্রতিশ্রুতি, কটাক্ষ BJP-র। কাটমানি খাওয়ার ছক নেই তো? কটাক্ষ CPM-র। করোনা আবহেই দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। সেই ভোটের আগে বড়ো ঘোষণা রাজ্য সরকারের। স্বাস্থ্যসাথী প্রকল্প এবার ‘সর্বজনীন’। রাজ্যের সব মানুষ বিনা খরচে পাবেন সরকারি স্বাস্থ্য বিমার সুযোগ। সরকারি সূত্রে খবর, 1st December থেকে শুরু হবে নাম নথিভুক্তির কাজ। অন্যদিকে জল্পনার মধ্যেই HRBC-র চেয়ারম্যানের পদ ছাড়লেন Suvendu Adhikari। দায়িত্বে তৃণমূল সাংসদ Kalyan Banerjee। যিনি গত কয়েকদিন লাগাতার শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। এরই মধ্যে পরিবহণমন্ত্রীকে ফের দলে আহ্বান করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক Kailsh Vijayvargiya।