Ananda Sakal III: ''সেমসাইডে গোল খেয়েছেন সৌগত', খোঁচা দিলীপের, 'উনি তো প্লেয়ার কিনতে বেড়িয়েছেন', পাল্টা সৌগত
২ বছর ৩ মাস কাজ চলার পর গতকাল উদ্বোধন হয় মাঝেরহাট ব্রিজ। গতকাল রাত ১২টা ১৫ থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাস, ট্যাক্সি চলায় বাধা না থাকলেও, ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সাইকেল বা হেঁটে এই ব্রিজ দিয়ে যাতায়াত করা যাবে না। তৃণমূলে কি শেষ হতে চলেছে Suvendu অধ্যায়? দলের তরফে ওর সঙ্গে কোনও কথা নয়, জানালেন তৃণমূল সাংসদ Saugata Roy। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নীরব শুভেন্দুও। সেম সাইড গোল, কটাক্ষ দিলীপ ঘোষের। 'ওরা তো খেলোয়াড়ই নয়,' পাল্টা সৌগত। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নীরবই রইলেন শুভেন্দু। অন্যদিকে তৃণমূল স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দিল, বল এবার শুভেন্দুর কোর্টে।






























