আনন্দ সকাল (৩): সঙ্কটে সৌমিত্র, স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে বৈদ্যবাটিতে যাত্রী-বিক্ষোভ
লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে বিকেলে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। তার আগে আজ হুগলির বৈদ্যবাটিতে স্টেশনে যাত্রী-বিক্ষোভ। স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে সাধারণ যাত্রীদের ও টিকিট কাউন্টার খুলতে হবে, এই দাবিতে বিক্ষোভ শুরু হয়। অবরোধ করা হয়েছে লাগোয়া জিটি রোডও। ফলে বেড়েছে যানজট। বিক্ষোভকারীরা জানিয়েছেন, লাঠিচার্জ করলেও তোলা হবে না অবরোধ। পাহাড়ে ওঠার আগেই দার্জিলিংয়ের জেলাশাসক-পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তুলোধনা করে রাষ্ট্রপতিশাসন নিয়েও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়। এক্তিয়ার বর্হিভূত কাজ করছেন। পাল্টা বলল তৃণমূল। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আজ ফের বসবে মেডিক্যাল বোর্ড। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, অভিনেতাকে পরীক্ষা করে দেখার পর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গতকালই সৌমিত্রবাবুর তৃতীয়বার ডায়ালিসিস হয়েছে।