এক্সপ্লোর
Ananda Sakal III: শুভেন্দুর পাশে দাঁড়িয়ে কুণালকে আক্রমণ শিশিরের, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ শিয়ালদহ ফ্লাইওভার
"উনি একটা রিপোর্টার, ১৬ লক্ষ টাকা বেতন পেতেন। ওসব সারদার টাকা। ফেরত দিয়ে দিক। ভাইপো বলে শুভেন্দুকে আক্রমণ করেছে কুণাল। আসলেই আমরা ধরব। একজন বেঁচে আছেন, কিন্তু তিনি সত্যি কথা বলবেন না। কিন্তু আমি জানি সত্যিটা কি। উনি কীভাবে জড়িত ছিলেন, জানি। কিন্তু আমি কাদা ছোড়াছুড়িতে নেই। শুভেন্দুর আর আমার রাজনীতি আলাদা। কিন্তু আমার পরিবার নিয়ে কথা হলে আমি কিন্তু ছেড়ে কথা বলব না", কুণাল ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন শিশির অধিকারী। তিনি আরও বলনে, "ঠিক সময়ে এর উত্তর আমার পরিবার দেবেন।" পাল্টা কুণাল ঘোষ বলেন, "এটা কি জমিদারি নাকি? ওসব অন্য জায়গায় করবেন। উনি না জেনে কথা বলছেন। শিশির অধিকারীরা শেষদিন পর্যন্ত শুধু ক্ষমতাতেই থাকতে চান।"
অন্যদিকে ১০ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার দিনই শিরাকোলে সভা করেছিল তৃণমূল। নেতৃত্বে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলার যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা। এবার তিনি চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে।
পাশাপাশি শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতু। শুরু হয়েছে শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ। সেজন্য ১৫ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা ব্রিজের একাংশ।
অন্যদিকে ১০ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার দিনই শিরাকোলে সভা করেছিল তৃণমূল। নেতৃত্বে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলার যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা। এবার তিনি চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে।
পাশাপাশি শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতু। শুরু হয়েছে শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ। সেজন্য ১৫ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা ব্রিজের একাংশ।
Tags :
Ananda Sakal Saokat Molla Sealdah Flyover Sovan Chatterjee WB Polls 2021 With ABP Ananda TMC BJP Congress WB Election 2021 WB Elections With ABP Ananda WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections JP Nadda





























