West Bengal Weather update: ৪৮ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, পূর্বাভাস আবহাওয়া দফতরের
এবার ভোটের মুখে উত্তর দিনাজপুরে (North Dinajpur) তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন জেলা চেয়ারম্যান অমল আচার্য (Amal Acharya)। ইটাহারে এবারের নির্বাচনে গত ২ বারের বিধায়ককে প্রার্থী করেনি তৃণমূল (TMC)। অমল আচার্যের জায়গায় এবারের নির্বাচনে লড়ছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। এই দলবদলে দলে কোনও প্রভাব পড়বে না, দাবি তৃণমূল জেলা সভাপতির। এদিকে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার (Howrah) বাগনান (Bagnan)। বিজেপি (BJP) কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, গতকাল রাতে বাড়িতে লুঠপাট, ভাঙচুর ও বোমাবাজি (Bombing) করে দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর (North-Wester) সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে। তবে বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টা ঝাড়খণ্ডে (Jharkhand) তাপপ্রবাহের সম্ভাবনা। প্রভাব পড়তে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।