আনন্দ সকাল (৩): পুজো মণ্ডপে 'নো এন্ট্রি', মন খারাপ উদ্যোক্তাদের, রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফোরাম, সঙ্গে অন্য খবর
পুজো অনুমতি মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোৎসব। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। করোনা সংক্রমণ-বৃদ্ধির আশঙ্কায় গতকাল ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, দর্শকশূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ। প্রতিটি মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে। পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ ফের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় সামনে আসার পর, চিন্তায় পড়েছেন কলকাতার বড় পুজোগুলির কর্মকর্তারা। বেহালা বকুলতলার কাছে গৃহবধূর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। শ্বাসরোধ করে খুনের অভিযোগ মৃতার পরিবারের। আটক স্বামী।






























