গরু ও কয়লা পাচার তদন্তে মুখোমুখি বসানো হতে পারে লালা ও এনামুলকে, দেখুন Ananda Sakal IV
লালা ও এনামুলকে মুখোমুখি জেরার ভাবনা সিবিআইয়ের। আজ লালাকে হাজিরার নির্দেশ। ‘কয়লা পাচার-চক্রে যোগ ছিল এনামুলের, এনামুলের নিয়ন্ত্রণে আসানসোল থেকে মালদা পাচার-করিডোর, আজ লালা হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা, খবর সূত্রের। আগেও তিনবার লালাকে হাজিরার সমন পাঠায় সিবিআই। সমন পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ২ আধিকারিককেও।
তৃণমূলকে (Trinamool Congress) হারানোর জন্য বাংলার ভূমিপুত্ররাই যথেষ্ট, বাংলার মুখ্যমন্ত্রী এখান থেকেই হবে। বহিরাগত বিতর্কে তৃণমূলকে জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) পাল্টা দাবি, সংঘ সদস্যকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি। জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়েও সংঘাত চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। পাল্টা বিজেপি নেতাদের গায়ে বহিরাগত তকমা লাগাতে তৎপর তৃণমূল। দুইদিনের রাজ্যসফরে তারই জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। "আমরা পশ্চিমবঙ্গে আছে এমন কোনও দলের সঙ্গে লড়তে পারি, হনুমানের মতো বিজেপি নেতারা বাইরের থেকে লাফিয়ে আসছেন কেন?", কটাক্ষ সৌগত রায়ের। অন্যদিকে গরু ও কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত লালা ও এনামুল হককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় CBI। আজ লালাকে হাজিরার নির্দেশ। 'কয়লা পাচারচক্রে যোগ ছিল এনামুলের। এনামুলের নিয়ন্ত্রণেই আসানসোল থেকে মালদা পাচার-করিডোর। আজ লালা হাজিরা না দিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা', জানা যাচ্ছে সূত্রের তরফে। আগেও তিনবার লালাকে হাজিরার সমন পাঠায় সিবিআই।