প্রথমদিনই অফিস টাইমে লোকাল ট্রেনে দূরত্ববিধি শিকেয়, কী হবে ভবিষ্যৎ? দেখুন, আনন্দ সকাল (৪)
সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। করোনা বিধি মানার জন্য যাত্রীদের সতর্ক করছেন নিরাপত্তা কর্মীরা। খড়গপুর স্টেশনে ‘নো মাস্ক নো টিকিট’ পন্থা। হচ্ছে মাইকিং। ভোর ৫টা শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। সাবান জল দিয়ে ষ্টেশন চত্বর পরিষ্কার করা হচ্ছে। সবার মুখে যে মাস্ক রয়েছে, এমনটাও নয়। কিছু ক্ষেত্রে সামাজিক দুরত্বও লঙ্ঘিত হচ্ছে। বেলা বাড়তেই দেখা মিলছে সেই চেনা ছবি। পাশাপাশি চলছে মাইকিং। তবে সবক্ষেত্রে নজরদারি সম্ভব হচ্ছে না। লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর কেটে গেছে অনেকক্ষণ। ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে বিভিন্ন স্টেশনে, ট্রেনে। বেলা বাড়তে বাড়ছে ভিড়। অন্যান্য দিনের অফিস টাইমের থেকে খুব পার্থক্য লক্ষ করা হচ্ছে না। মাস্ক পরে থাকলেও যাত্রীদের পক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। আবার কারও কারও অভিযোগ, স্টেশনে ঠিকভাবে চেকিং হচ্ছে না। ভিড় বাড়তে শুরু করেছে ক্যানিং লোকালেও।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)