Ananda Sakal IV: করোনার দ্বিতীয় ঢেউ রুখতে তৎপর রাজ্য, সঙ্গে অন্য খবর
বঙ্গ রাজনীতিতে এখন লড়াইটা মূলত সবুজ বনাম গেরুয়ার। তবে ভোটের আগে সবুজ, গেরুয়া - দুয়েতেই লেগেছে রুপোলি রঙের ছোঁয়া। কারণ পর্দার তারকারা এখন ভিড় করছেন রাজনীতির উঠোনে। কারও গন্তব্য কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি (BJP) আবার কারও গন্তব্য রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল (Trinamool Congress)। সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় তৃণমূলের পতাকা তুলে নিলেন টালিগঞ্জের বেশ কিছু চেনা মুখ।
এদিকে করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় বিমানবন্দরে সতর্কতা জারি করা হল। দিল্লির পরে এবার বেশি সংক্রমিত চার রাজ্য নিয়ে কড়াকড়ি। রাজ্যে ঢুকতে নেগেটিভ হতে হবে করোনা রিপোর্ট। চার রাজ্যের যাত্রীদের জন্য নির্দেশিকা জারি স্বরাষ্ট্র দফতরের। মহারাষ্ট্র ও কেরল থেকে আসা যাত্রীদের জন্য জারি হয়েছে নির্দেশিকা। নির্দেশিকা জারি করা হল কর্ণাটক ও তেলেঙ্গানা থেকে আসা যাত্রীদের জন্যও। আরটিপিসিআর (RTPCR) রিপোর্ট নেগেটিভ হলেই রাজ্যে প্রবেশ, বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করতে হবে পরীক্ষা। সংক্রমণের আশঙ্কায় এমনই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।