এক্সপ্লোর
Advertisement
Ananda Sakal IV: 'নীলচাষের সঙ্গে কোনও পার্থক্য নেই', কৃষি আইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের
গতকাল কলকাতায় প্রথম দফার ভ্যাকসিন বণ্টন হয়েছিল। শুক্রবার দ্বিতীয় দফার ভ্যাকসিন বণ্টন করবে স্বাস্থ্য দফতর। বালিগঞ্জে পুরসভার সেন্ট্রাল ভ্যাকসিন স্টোরে প্রায় ৭৭ হাজার ডোজ মজুত রয়েছে। এই ডোজগুলি তিনটি বেসরকারি হাসপাতালে বণ্টন করা হবে। এছাড়াও পুরসভার চারটি স্বাস্থ্যকেন্দ্রে ও শহরের তিনটি সরকারি হাসপাতালে ভ্যাকসিন বণ্টন করা হবে।
অন্যদিকে প্রবল শীতের মধ্যে দিল্লি-হরিয়ানা সিঙ্ঘুর সীমান্তে ৫০ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। মোদি সরকারের কৃষি আইন নিয়ে লড়াইয়ের ছাপ পড়েছে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে বাংলার রাজনীতিতেও। বিধানসভা ভোটের আগে দিল্লির বিজেপি নেতারা যখন বাংলার কৃষকদের দরজায় পৌঁছে যাচ্ছেন, তখন মোদি সরকারের ওপর চাপ তৈরি করতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূলও।
এদিকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হুঁশিয়ারি অগ্রাহ্য করে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগ বাঘাযতীনের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। পরিবারের দাবি, পেটের সমস্যা নিয়ে ১২ তারিখ রোগীকে ভর্তি করা হয় রেড প্লাস সোসাইটি নার্সিংহোমে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ওষুধ ও অন্যান্য খরচ বাবদ এখনও পর্যন্ত ২২ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, সরকার থেকে স্বাস্থ্যসাথী বাবদ মাত্র ৭৫০ টাকা দেওয়া হয়। রোগী ভর্তি করার পর স্বাস্থ্যসাথী কার্ড দেখালে আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি।
অন্যদিকে প্রবল শীতের মধ্যে দিল্লি-হরিয়ানা সিঙ্ঘুর সীমান্তে ৫০ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। মোদি সরকারের কৃষি আইন নিয়ে লড়াইয়ের ছাপ পড়েছে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে বাংলার রাজনীতিতেও। বিধানসভা ভোটের আগে দিল্লির বিজেপি নেতারা যখন বাংলার কৃষকদের দরজায় পৌঁছে যাচ্ছেন, তখন মোদি সরকারের ওপর চাপ তৈরি করতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূলও।
এদিকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হুঁশিয়ারি অগ্রাহ্য করে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগ বাঘাযতীনের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। পরিবারের দাবি, পেটের সমস্যা নিয়ে ১২ তারিখ রোগীকে ভর্তি করা হয় রেড প্লাস সোসাইটি নার্সিংহোমে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ওষুধ ও অন্যান্য খরচ বাবদ এখনও পর্যন্ত ২২ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, সরকার থেকে স্বাস্থ্যসাথী বাবদ মাত্র ৭৫০ টাকা দেওয়া হয়। রোগী ভর্তি করার পর স্বাস্থ্যসাথী কার্ড দেখালে আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি।
Tags :
Kakoli Ghosh Dastidadr Farmers Of Bengal TMC Attacks BJP Fram Law Delhi-Haryana Border Ananda Sakal Swasthya Sathi Card Singhu Delhi WB Polls 2021 With ABP Ananda Farmers Protest WB Elections 2021 WB Elections WB Election 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Polls 2021 West Bengal Elections West Bengal Election Bengal Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 WB Polls WB Election West Bengal Election 2021 Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjeeসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement