Ananda Sakal IV: সারদা-নারদে যাদের নাম ছিল, তারাই যাচ্ছে বিজেপিতে! কল্যাণের মন্তব্য নিয়ে প্রকাশ্যে তৃণমূলের দুই সাংসদের মতানৈক্য
এক দল, এক জেলা, দুই সাংসদ। একজনের বক্তব্যে অন্যজনের অসন্তোষ প্রকাশ। বক্তা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ Kalyan Banerjee। তাঁর মন্তব্যে অসন্তোষ প্রকাশ আরামবাগের তৃণমূল সাংসদ Aparupa Poddar-র। গত কয়েকদিন ধরে লাগাতার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে সংবাদ শিরোনামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই আক্রমণ করতে গিয়েই তাঁর বক্তব্যে উঠে এসেছে, নারদকাণ্ডের প্রসঙ্গ। আর এই দুই তৃণমূল সাংসদের দ্বন্দ্বের মধ্যেই গুগলি দিয়েছেন হুগলির বিজেপি সাংসদ।
রাসমঞ্চে শুভেন্দু খোলবাদকের ভূমিকায়। কীর্তনের সুরে কি আগামীর ডঙ্কা? রাজনৈতিক মহলে যখন শুভেন্দুকে নিয়ে জোর জল্পনা, তখন নন্দীগ্রামে রাস উৎসবে খোশ মেজাজে তিনি। শুক্রবার মন্ত্রিত্ব ছেড়েছেন। শনিবার থেকেছেন আড়ালে। রবিবার মহিষাদলে অরাজনৈতিক সভা। সোমবার নন্দীগ্রামে উৎসবের মঞ্চে শুভেন্দু। এরপর কোনপথে নন্দীগ্রামের বিধায়ক? জল্পনার মধ্যেই নাম না করেও রবিবারই শুভেন্দুকে নরমে গরমে বার্তা দিয়েছেন দলের নেতা মন্ত্রীরা। তবে রবিবারের মতো সোমবারও কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া দেননি শুভেন্দু অধিকারী।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)