(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ সকাল(১): বিজেপির নবান্ন অভিযানে ঝরল রক্ত, অসুস্থ বিজেপির হেভিওয়েট নেতা-নেত্রীরা, সঙ্গে আরও খবর
পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে ঝরল রক্ত! উদ্ধার হল পিস্তল! ফাটল বোমা! বিজেপির কর্মসূচিতে সাঁতরাগাছি, হাওড়া ময়দান থেকে হেস্টিংসে ভাঙল ব্যারিকেড। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট ও কাচের বোতল। বাসস্ট্যান্ড ও পুলিশ কিয়স্কে ভাঙচুর করেন বিজেপি কর্মীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। আহত হন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির অভিযান নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের সেল, স্টানসেল ও জলকামান ব্যবহার করে পুলিশ! নবান্ন বন্ধ থাকলেও, অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজপথ। বৃহস্পতিবার দুপুরে বিজেপি নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাঁতরাগাছি থেকে শুরু হয় মিছিল। অন্যদিকে ইতিমধ্যেই শুরু হয়েছে শহরজুড়ে পুজোর প্রস্তুতি। শারদোত্সবের সাজ এবার অন্যরকম। স্বাস্থ্যবিধি মেনে তৈরি হচ্ছে পুজো মণ্ডপগুলি। নতুন নিয়ম মাথায় রেখেই এখন চূড়ান্ত ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে। ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো প্রস্তুতি ঘুরে দেখল ছোট্ট শায়রী।