আনন্দ সকাল (২): আজ এলাহাবাদ হাইকোর্টে হাথরস-শুনানি, কৃষি আইনের বিরোধিতায় বিরোধীদের দুষলেন প্রধানমন্ত্রী
উত্তরপ্রদেশের হাথরসে তরুণীকে ধর্ষণ ও খুনের মামলায় আজ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে শুনানি। মামলার জন্য নির্যাতিতার পরিবারের সদস্যরাও লখনউয়ের পথে রওনা দিয়েছেন। উত্তরপ্রদেশ সরকারের তরফে তাঁদের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি। জেলাশাসক ও পুলিশ সুপারকে কোর্ট চত্বরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে আলোড়ন ফেলে দেওয়া ওই ঘটনায় সমালোচনার মুখে যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন। উত্তরপ্রদেশ সরকার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে কৃষি আইনের প্রতিবাদে বিরোধীদের আন্দোলনের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সম্পত্তি কার্ড উদ্বোধনের অনুষ্ঠানে মোদি অভিযোগ করেন, বিরোধীরা ক্ষমতায় থাকার সময় কৃষকের কথা ভাবেনি। বরং সমস্যা জিইয়ে রাখা হয়েছে। এখন কৃষকদের স্বার্থের কথা ভেবে সরকার কৃষি আইন আনার পর তারও বিরোধিতা করা হচ্ছে বলে মোদির অভিযোগ।