Ananda Sakal : ভর্তির পোর্টাল উন্মোচনের দিনই OBC স্থগিতাদেশ ! কী করবে রাজ্য় ?
Ananda Sakal : OBC মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। কদিন আগে, একশো চল্লিশটা জনজাতিকে নিয়ে রাজ্য় সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তাতে জুলাই মাস পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। এপ্রসঙ্গে রাজ্য় সরকারের উদ্দেশ্য়ে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, আপনারা ২০১২ সালের OBC আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন। তারপর আবার ১৯৯৩ সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? আপনারা কেন ২০১২ সালের আইনে সংশোধনী আনলেন না?
ইজরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই
ইজরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এক্স হ্যান্ডল পোস্টে খামেনেই লেখেন, জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিদের কোনও দয়া দেখাব না, পোস্ট খামেনেইয়ের। ইরান-ইজরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পরেই গোপন জায়গায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। গতকাল তাঁকে উদ্দেশ্য করে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় খামেইনি লুকিয়ে আছেন, তাও আমেরিকা জানে বলে জানিয়েছেন তিনি। চাইলেই ইরানের সর্বোচ্চ নেতাকে মারা যায় বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প






























