এক্সপ্লোর
Ananda Sakal : ওএমআর কারচুপি মামলায় হাইকোর্টের নির্দেশে গৌতম পালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CBI-র। ABP
ওএমআর কারচুপি মামলায় হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যা জানতে চাওয়া হয়েছিল, জানিয়েছি। প্রতিক্রিয়ায় জানালেন পর্ষদ সভাপতি।
১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে! কুন্তল ঘোষকে জামিন দিলে, প্রভাবিত হতে পারে তদন্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিম্ন আদালতে এই দাবিই করল ইডি। এদিকে, আজই কুন্তল ঘোষের মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। তদন্তকারী সংস্থার হেফাজতে অত্যাচারের অভিযোগ মিথ্যা হতেই পারে। কিন্তু, সেটাও খতিয়ে দেখা উচিত। মন্তব্য হাইকোর্টের।






























