Ananda Sakal: কীভাবে শোধ করবেন EMI? বুঝেই উঠতে পারছেন না | রাজ্য় সরকারকেই দায়ী করছেন অসহায় চাকরিহারারা
ABP Ananda LIVE: বাড়িতে ছোট্ট বাচ্চা, বয়স্ক মা-বাবা, কারও পড়াশোনা, তো কারও চিকিৎসার খরচ। আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! কীভাবে শোধ করবেন EMI? কীভাবে সামলাবেন ঋণের বোঝা? বুঝেই উঠতে পারছেন না তাঁরা। আজকের এই পরিস্থিতির জন্য় রাজ্য় সরকারকেই দায়ী করছেন অসহায় চাকরিহারারা।
আরও খবর...
কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গেছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর আর সর্বোচ্চ আদালতের এই রায় নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দোপাধ্যায়। টেনে আনলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে।
মুখ্যমন্ত্রীর কথায়, 'তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড়জি এটাকে স্থগিত করে দিয়েছিলেন, হাইকোর্টের রায়কে। একজন প্রধান বিচারপতি স্থগিত করলেন, আরেকজন প্রধান বিচারপতি ক্যানসেল করলেন, এটার মানেটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। আমি কিন্তু বিচারপতিতে সম্মান জানিয়েই বলছি, আমি এই রায় মেনে নিতে পারছি না।'






























