Ananda Sakal : প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না। কাদের নিশানা সজলের ?
Ananda Sakal : আজ সকাল থেকেই রামনবমী উপলক্ষে মিছিল শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০টির কাছাকাছি মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় সজল ঘোষ মিছিলে সামিল হয়েছেন। মধ্য কলকাতায় শুরু হয়েছে মিছিল, শুরুতেই রয়েছে সজল ঘোষ উঠছে জয় শ্রী রাম স্লোগান।
আজ রামনবমী। তার আগে কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। ড্রোন, সিসিটিভিতে নজরদারির পাশাপাশি রাস্তায় নেমে নিরাপত্তা সামলাবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ৫ জন যুগ্ম কমিশনার। থাকছে Heavy Radio Flying Squad। আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মনোজ ভার্মা।
শনিবার হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র। অন্যদিকে বেলদায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রানাঘাটে রামনবমীর কর্মসূচিতে শুভেনদু অধিকারীর যোগ দেওয়ার আগেই পড়ল গো ব্যাক পোস্টার। যার পর তৃণমূল ও পুলিশকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করেছে তৃণমূল।
রামনবমীর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। জায়গায় জায়গায় করা হল রুটমার্চ। অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। বার্তা দিল পুলিশ। এভাবে ভয় দেখানো যাবে না, যা পারেন করতে পারেন, বললেন শুভেনদু অধিকারী। ওর গুন্ডামি বন্ধ করার জন্যই তো পুলিশকে নামতে হবে। কটাক্ষ করে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।






























