Ananda Sakal : চড়কমেলাকে কেন্দ্র করে বেহালায় তাণ্ডব, বাড়িতে ঢুকে মারধর মহিলাদেরও। Bangla News
চড়কমেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার চড়কতলা এলাকা। গুলি চলারও অভিযোগ উঠেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। অন্তত ১০টি গাড়ি ও বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। ভাঙা হয় স্থানীয় তৃণমূল পার্টি অফিসের সিসি ক্যামেরা ও জানলার কাচ। স্থানীয়দের অভিযোগ, গতকাল সন্ধেয় দুই পাড়ার মধ্যে বিবাদ শুরু হয়।
বেহালা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ, এরপর রাত ১০টা নাগাদ ১২১ নম্বর ওয়ার্ডের শ’ খানেক যুবক জড়ো হয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের মারধর করে। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও বোতল ছোড়াছুড়ি হয়। সেইসময় একপক্ষ গুলি চালায় বলে অভিযোগ। রাত ১টা নাগাদ ফের বাইক বাহিনী এলাকায় তাণ্ডব চালায়। ফের গুলি চলে বলে অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ।
চড়ক পুজো, এবং এলাকা দখল নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এলাকায় বহু মানুষ পেশায় গাড়ি চালক। তাণ্ডবের জেরে তছনছ হয়ে গেছে একাধিক গাড়ি। বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে মহিলাদেরও। বেহালা চড়কতলা থেকে উঠে এল এমনই ছবি।
"মহিলা পুরুষ নির্বিশেষে মারধর করা হয়েছে। রাণা ভট্টাচার্য নামের এলাকার এক দুষ্কৃতী এসে তাণ্ডব চালিয়েছে। একই দলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব থেকেই ঝামেলার সূত্রপাত। এলাকাবাসীর বাড়িতে তাণ্ডব চালিয়েছে বাইক বাহিনী।" জানালেন বেহালার এক প্রত্যক্ষদর্শী।