Ananda Sakal (Seg 1): বউবাজারে ফাটল ধরা বাড়ির ভবিষ্যত নির্ধারণে আজ বৈঠক।Bangla News
বউবাজারে দুর্গা পিটুরি লেনে মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফের ফাটল ধরেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেলে বৈঠকে বসছে মেট্রো ও পুর কর্তৃপক্ষ। গতকালই পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা ফাটল ধরা বাড়িগুলি পরিদর্শন করেন। আশপাশের বাড়িগুলির অবস্থাও খতিয়ে দেখেন তাঁরা। ফাটল ধরা বাড়িগুলির কী অবস্থা? পুরোপুরি ভেঙে ফেলতে হবে, নাকি, সংস্কার করে বাসিন্দারা বসবাস করতে পারবেন, সে বিষয়ে আজ পুরসভাকে রিপোর্ট দেওয়ার কথা বিল্ডিং বিভাগের।
প্রায় আড়াই বছর পর, বউবাজারের দুর্গা পিটুরি লেনে আবারও ফিরল ফাটল-আতঙ্ক। মেট্রোর কাজের জেরে, বুধবার রাত থেকে একাধিক বাড়ির দেওয়াল এবং মেঝেতে চিড় ধরতে শুরু করে। বৃহস্পতিবার সকালেও বেশ কয়েকটি বাড়িতে চিড় দেখা যায়। অসহায় অবস্থায় বাড়ি ছাড়তে হয়েছে বাসিন্দাদের।
ফের বউবাজারের দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে ফাটল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন আবারও ফাটল দেখা দিল একাধিক বাড়িতে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই এলাকায় কম্পন অনুভূত হচ্ছিল। তারপরই ফাটল দেখা দেয়। ঘটনাস্থলে আসেন KMRCL-এর ঠিকাদার সংস্থার আধিকারিকরা।