Ananda Sakal (Seg 1): দুর্ভেদ্য দুর্গ! গভীর রাত থেকে SSC অফিসে মোতায়েন সিআরপিএফ।Bangla News
হাইকোর্টের নির্দেশের পরেই গভীর রাতে এসএসসি অফিস ঘিরে ফেলল সিআরপিএফ। রাত ২টো ৫০-এ আচার্য সদনের সামনে পৌঁছয় সিআরপিএফের ২টি ভ্যান। এসএসসি অফিসের দুটি গেটই বন্ধ থাকায় গেট টপকে ভিতরে ঢোকেন সিআরপিএফ আধিকারিক-সহ জওয়ানরা। গেটের বাইরেও মোতায়েন করা হয় কয়েকজন সিআরপিএফ জওয়ানকে। এরপর ভিতরে মোতায়েন রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ আধিকারিকরা। প্রায় আধঘন্টা পরে খুলে দেওয়া হয় গেট। এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। মোতায়েন রয়েছে ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের একটি কোম্পানি।
কাল থেকে চারজন ভিতরে আটকে আছি। আমাদের বেরোতে দেয়নি। থানায় ফোন করেছিলাম। থানা থেকে জানিয়েছে, চাল, ডাল পাঠিয়ে দেবে। এখানেই রান্না করে খেয়ে নেব। কী আর করা যাবে। এমনই জানিয়েছেন বীরেন্দ্র সিং। তিনি বিধাননগর পূর্ব থানার এএসআই।
হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআরপিএফ। রাত থেকেই অফিসের ভিতরে রয়েছেন পুলিশ কর্মীরা। কাউকে ঢুকতে-বেরোতে দেওয়া হচ্ছে না।