Ananda Sakal (Seg 1): নিউ মার্কেটের ওপরে কাপড়ের দোকানে আগুন, ভোরের কলকাতায় ছড়াল আতঙ্ক।Bangla News
ভোরের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। নিউ মার্কেটের কাছে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পাশের কয়েকটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দোকান ঘরগুলির ওপরের ফ্ল্যাট থেকে সরানো হয় বাসিন্দাদের। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
ডিএ মামলায় আজ রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। এবার কি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা ? সকাল ১০.৩০: ডিএ নিয়ে রায় দেবে কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর, CBI দফতরে হাজিরা দিলেন পরেশ অধিকারী। বাগডোগরা হয়ে কলকাতায় আসার পর, গতকাল CBI’র নিজাম প্যালেসের অফিসে গিয়ে হাজিরা দেন শিক্ষা প্রতিমন্ত্রী। তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শিক্ষা প্রতিমন্ত্রীকে।






























