Ananda Sakal (Seg 1): উপনির্বাচনে BJP-র ভরাডুবি, জেলা-জেলায় বিদ্রোহ ঠেকাতে আজ বৈঠকে রাজ্য নেতৃত্ব।Bangla News
বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা দুটি কেন্দ্রে উপনির্বাচনেই ভরাডুবি হয়েছে বিজেপির। তারপর থেকেই গেরুয়া শিবিরে বিদ্রোহের আগুন। মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানের মতো জেলায় দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বিধায়ক-নেতারা। কোথাও আবার ফেসবুকে দলীয় নেতৃত্বকে তুলোধনা করছেন বিজেপি নেতা। রবিবার সন্ধেয় ধুন্ধুমারকাণ্ড বেঁধে যায় বিজেপির আসানসোল জেলা কার্যালয়ে। জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ১০ পদাধিকারী।
জেলায় জেলায় মাথাচাড়া দেওয়া বিদ্রোহ ঠেকাতে আজ বৈঠকে বসছে বিজেপি রাজ্য নেতৃত্ব। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বেলা ১২টায় বিজেপি রাজ্য দফতরে বৈঠক। ডাকা হয়েছে জেলা সভাপতি ও জেলা পর্যবেক্ষকদের। মূলত দক্ষিণবঙ্গের জেলা নেতৃত্বই উপস্থিত থাকবেন। এই পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি, আগামীদিনে বিভিন্ন ইস্যুতে দলকে রাস্তায় নামানোর কর্মসূচিও স্থির করবে বিজেপি রাজ্য নেতৃত্ব। এ মাসের শেষে বিকাশ ভবন অভিযানের পরিকল্পনা রয়েছে বিজেপির। জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে স্থির হবে ভবিষ্যৎ কর্মসূচি।