Ananda Sakal (Seg 2): কয়লা সঙ্কটে ট্রেনে কোপ, ২৪ মে পর্যন্ত বাতিল প্রায় ১১০০ ট্রেন।Bangla News
চলতি মাসে দেশজুড়ে আরও বাড়তে পারে বিদ্যুৎ সঙ্কট। সূত্রের খবর, এর ফলে কয়লা পরিবহণের জন্য আরও বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ২৪ মে পর্যন্ত প্রায় ১১০০ ট্রেন যাত্রা বাতিল। মেল এক্সপ্রেসের ৫০০টি সফর ও প্যাসেঞ্জার ট্রেনের ৫৮০টি সফর বাতিল করা হয়েছে। অন্যদিকে, ধর্মঘট-সহ বিভিন্ন কারণে বহু খনিতে খনন কাজ ব্যাহত হচ্ছে। তার ফলে দেশজুড়ে কয়লা সঙ্কট আরও বেড়েছে।
মাটি মাফিয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ। রতুয়া থানার IC ও দলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ করলেন রতুয়ার তৃণমূল বিধায়ক। অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আবার দলের বিধায়ককেই পাগল বলেছেন। এই বিষয়ে, প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, রতুয়া থানার IC ফোন ধরেননি।
জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে সাহু নদীর চর চুরির অভিযোগ করছেন স্থানীয়রা। অভিযোগ উঠছে, নদীর গতিপথ বন্ধ করে রাস্তা তৈরির। রাজগঞ্জের BDO জানিয়েছেন, যে জমি নিয়ে অভিযোগ উঠছে, তা ব্যক্তিগত। অবৈধভাবে কোপাই নদীর পার থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে বীরভূমেও।