Ananda Sakal : বিরোধে ইতি! কামারহাটিতে হুডখোলা গাড়িতে মদন-পুত্রকে পাশে নিয়ে প্রচারে সৌগত | Bangla News
কোচবিহার পুরসভা নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলে বহিষ্কারের সিদ্ধান্ত। নির্দল হিসাবে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। গতকাল একটি নির্বাচনী সভায় এই ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান উদয়ন গুহ
নির্দল প্রার্থীরাও জিতলেও তাঁদের আর দলে ফেরানো হবে না বলে দাবি।
কামারহাটিতে বরফ গলল। মদন-পুত্রকে সঙ্গে নিয়ে পুরভোটের প্রচারে নামলেন সৌগত রায়। গতকাল কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কালামউদ্দিন আনসারির সমর্থনে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। এর আগে প্রার্থী অসন্তোষ নিয়ে সৌগত রায়ের বিরুদ্ধে বিষোদগার করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও এদিন প্রার্থী অসন্তোষ নিয়ে বিরোধিতার কথা অস্বীকার করেন সৌগত রায়।
আজ মুম্বইয়ে বাপি লাহিড়ির শেষকৃত্য। গতকাল গভীর রাতে আমেরিকা থেকে সস্ত্রীক দেশে ফেরেন ছেলে বাপ্পা লাহিড়ি। সকাল ১১টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হবে বাপি লাহিড়ির অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে যাওয়া হবে ডিস্কো কিংয়ের মরদেহ। লাহিড়ি হাউস থেকে মিনিট দশেকের দূরত্বে ভিলে পার্লের পবনহংস শ্মশান। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।