আনন্দ সকাল (Seg 2): ফেরার সময় নিয়ে সংশয়ের মধ্যেই ট্রেনে উঠছেন নিত্যযাত্রীরা | Bangla News
আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন (Local Train)। কিন্তু শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। ফলে ফেরার সময় নিয়ে সংশয়ের মধ্যেই সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেনে উঠবেন যাত্রীরা। এর পাশাপাশি, করোনা (Corona) সংক্রমণ বাড়ায় মেট্রো রেলেও বাড়তি সতর্কতা। টোকেনের পরিবর্তে আজ থেকে ফের মেট্রোয় (Metro) চালু স্মার্ট কার্ড। রাত ১০টা থেকে বিধিনিষেধ জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে লোকাল ট্রেন (Local Train)। কিন্তু তা কীভাবে সম্ভব? রাজ্যের বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীদের একাংশ। কোভিড ঢেউ আছড়ে পড়ার জন্য নবান্নকে (Nabanna) দায়ী করে ট্যুইট করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সারা বছর সব বন্ধ করে রাখলে চলবে কীভাবে? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আজ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ (Corona Vaccination) শুরু হচ্ছে। বিভিন্ন সরকারি স্কুলে এই টিকাকরণ কর্মসূচি হবে। জেলাতেও আজ থেকেই শুরু হচ্ছে টিকাকরণ। সিঙ্গুর-মহামায়া উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ৪৫ ও বাণিজ্য বিভাগের ৬৫ জন-সহ মোট ১০০ জন পড়ুয়াকে আজ টিকা দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়ার পর কমপক্ষে আধঘণ্টা পর্যবেক্ষণে রেখে পড়ুয়াদের ছাড়া হবে।
এদিকে, পর্যটনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ডুয়ার্সের (Dooars) পর্যটন কেন্দ্র। লাটাগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান, মূর্তি, চাপড়ামারির জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ। বড়দিন ও নতুন বছরে পর্যটকদের ঢল নামে ডুয়ার্সের পর্যটনকেন্দ্রগুলিতে। বিধিনিষেধ আরোপ হওয়ায় পর্যটকদের মন খারাপ হলেও করোনা রুখতে এই পদক্ষেপ জরুরি মনে বলে করছেন তাঁরা।