আনন্দ সকাল (Seg 2): বিকেল গড়াতেই স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড়, ১০টা পর্যন্ত লোকাল চালানোর সিদ্ধান্ত | Bangla News
লোকাল ট্রেন (Local Train) চালানোর সময়সীমা বদল করল রাজ্য সরকার। যাত্রী ভোগান্তি ও দফায় দফায় বিক্ষোভের জেরে, সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)।
ফের ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে করোনা (Corona)। এই পরিস্থিতিতে সোমবার থেকে বঙ্গজুড়ে ফের চালু হয়েছে কড়া বিধিনিষেধ। রাজ্য সরকার নির্দেশে বলেছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন (Local Train)। আর সোমবার দিনভর এই নির্দেশ কতটা কার্যকর হল, দেখুন সেই ছবি। ট্রেন প্ল্যাটফর্মে আসামাত্রই ঠেলাঠেলি করে উঠছেন যাত্রীরা।
আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির (Jalpaiguri) মতো জেলায় ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা ফেব্রুয়ারি-মার্চে পরিস্থিতি আরও খারাপ হবে উত্তরবঙ্গের। মোকাবিলায় টেস্ট, ভ্যাকসিনেশনের (Corona Vaccination) পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিয়েছে স্বাস্থ্য দফতর।
২২ জানুয়ারি, ভোট হবে রাজ্যের ৪ কর্পোরেশনে। জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal state election commission)। করোনাকালে ভোট। তার জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। করা যাবে না, রোড শো, মিছিল, বাইক বা সাইকেল র্যালি। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর (Political Turmoil)।