Ananda Sakal (Seg-2) : তৃণমূলের ৪ সাংসদকে গেরুয়া অভিনন্দন, ট্যুইট শুভেন্দুর
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রস ভোটিং। ২২১টির বদলে ২১৬ ভোট পেলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হা। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেলেন ৭১টি ভোট। বাতিল ৪টি ভোট। প্রশ্ন উঠছে, এনডিএ-র পক্ষে ভোট দিলেন তৃণমূলের কোন বিধায়ক? ইচ্ছাকৃতভাবেই কি বাতিল হল ৪টি ভোট? সম্ভাবনার থেকেও এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বেশি ভোট পাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
ভোটের ফল বেরোতেই বিরোধী দলনেতা ট্যুইট করে দাবি করেন, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রৌপদী মুর্মুর পক্ষে ৭০ জন বিজেপি বিধায়ক ভোট দিয়েছেন। সেখানে তৃণমূলের ১ বিধায়ক ক্রস ভোটিং করেছেন। আর ৪ জন তৃণমূল বিধায়ক নিশ্চিত করেছেন, যাতে তাঁদের ভোট বাতিল হয়। বঙ্গ বিধানসভায় দ্রৌপদী মুর্মুর পক্ষে পড়েছে ৭১টি ভোট। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৩৪ জন সাংসদ, যাঁরা পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্তত ৪ জন দ্রৌপদী মুর্মুর পক্ষে ক্রস ভোটিং করেছেন। এর মধ্যে ২টি ভোট গ্রাহ্য হয়েছে। ২টি ভোট বাতিল হয়েছে। তৃণমূলের সেই ৪ জন সাংসদকে গেরুয়া অভিনন্দন জানাই, ট্যুইট শুভেন্দু অধিকারীর।






























