Ananda Sakal (Seg 2): রাহুলকে আরও সক্রিয় ভূমিকায় চায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।Bangla News
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় সত্বেও সনিয়া গাঁধীর প্রতিই আস্থা বজায় রাখল কংগ্রেসের (Congress) ওয়ার্কিং কমিটি। দলের সাংগঠনিক নির্বাচন হওয়া অবধি দায়িত্বে থাকবেন তিনি। গতকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনটাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে বলে খবর। সূত্রের খবর, বৈঠকে রাহুল গাঁধীকে আরও বেশি সক্রিয় হতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলায় পঞ্চায়েত ভোটে লড়বে আম আদমি পার্টি (Aam Admi Party)। কলকাতায় পদার্পণ যাত্রা করে একথা জানালেন দলের রাজ্য মুখপাত্র। কোনও লাভ হবে না, দাবি তৃণমূলের (TMC)।
কিভ দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা। পাল্টা আঘাত হানছে ইউক্রেন। গতকাল একদিনে রুশ সেনার ৪টি বিমান ও ৩টি হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি করেছে ইউক্রেনীয় বায়ুসেনা। সকাল থেকে ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছে। এই আবহেই আজ পঞ্চমবার বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন।তবে এবার ভার্চুয়াল বৈঠক করবে দুই যুযুধান রাষ্ট্র।