আনন্দ সকাল (Seg 3): রাজ্য বিজেপিতে 'বিদ্রোহ', বিস্ফোরক শান্তনু; প্রজাতন্ত্র দিবসের আগে ফের কেন্দ্র ও রাজ্য ট্যাবলো-তরজা | Bangla News
রাজ্য বিজেপিতে (BJP) কার্যত বিদ্রোহ। দলের শীর্ষস্তরীয় রাজ্য নেতাকে প্রকাশ্যে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। বিজেপির অন্দরের এই অসন্তোষকে হাতিয়ার করে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
বঙ্গ বিজেপিকে (BJP) ফের কামিনী-কাঞ্চন তোপ দাগলেন তথাগত রায় (Tathagata Roy)। ট্যুইটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, অসুখ না সারিয়ে চেপে রাখার চেষ্টা হচ্ছে। এর ফল খারাপ হতে পারে। পূর্বসূরির ট্যুইট গুরুত্ব দিতে চাননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC) ও কংগ্রেস (Congress)।
প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) রাজপথে দেখা নাও যেতে পারে বাংলার ট্যাবলো। রাজ্য সরকার সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ট্যাবলোর প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে। তবে, এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
সম্পত্তি কর জমা দেওয়া হোক বা ট্রেড লাইসেন্স ফি, করোনাকালে এই ধরনের কাজ যাতে আরও বেশি করে অনলাইনে (Online) সেরে ফেলা যায়, তার জন্য এই ধরনের পরিষেবাকে পোর্টাল ভিত্তিক অনলাইন পেমেন্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে নিয়ে এল কলকাতা কর্পোরেশন (KMC)।