Ananda Sakal (Seg 3): কয়লা পাচারকাণ্ডের তদন্তে ইডির দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।Bangla News
কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ ইডির দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি-র নজরে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাদের অভিযোগ, এই দুটি অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ট্রান্সফার করা হয়েছে। ইডি-র দাবি, গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। এর পাশাপাশি, গত ৬ মাসে কয়লাকাণ্ডের তদন্তে আরও কিছু নতুন তথ্য ও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। সেগুলিকে সামনে রেখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। ইডি বারবার দিল্লিতে তলব করায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি, সেই আবেদন খারিজ করে আদালত। এরপরই ফের দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। হুডখোলা গাড়িতে চড়ে কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করে গেলেন জেলাশাসকের দফতরে। গতকালই আসানসোলে আসেন শত্রুঘ্ন। বিরোধীদের দেওয়া বহিরাগত তকমা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, মোদি যদি বারাণসীতে বহিরাগত না হন, তাহলে তিনি কেন আসানসোলে বহিরাগত হবেন? প্রশ্ন শত্রুঘ্ন সিন্হার।
দেশে করোনা (Corona) গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৫১০ জনের।