Ananda Sokal: কী হবে ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত? কবে মিলবে উত্তর?
SSC Case: ২৬ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ কী? সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ২ ঘণ্টার শুনানিতেও নিষ্পত্তি হল না। এদিন পুরো প্যানেল বাতিল করে, নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বলছেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা চাকরিপ্রাপকদের একাংশের। অযোগ্য় হয়ে চাকরি কিনেছেন যাঁরা, তাঁদের শাস্তি হোক। কিন্তু যোগ্য়দের জীবনে অনিশ্চয়তার এই অন্ধকার নেমে আসবে কেন? যাঁরা পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ পাস করে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাঁদের কেন হয়রান হতে হচ্ছে? এর দায় নেবে তো রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন? উঠছে প্রশ্ন। দুর্নীতি এমনভাবে করা হয়েছিল পরে যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার করতে না পারে।সোমবার এই মর্মেই সুপ্রিম কোর্টে সওয়াল করে ২০১৬-র প্য়ানেল বাতিল করে ফের পরীক্ষার পক্ষে সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুন ভাবে নিয়োগ করা উচিত।তখন প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ মানে অনেক সমস্যা।






























