Ananda Sakal (পর্ব ৪): কাঁথির টেন্ডার দুর্নীতি মামলায়, অভিযোগকারিণীর স্বামীকে তলব সিবিআইয়ের। Bangla News
কাঁথির রাঙামাটি শ্মশানের টেন্ডার দুর্নীতি মামলায়, এবার অভিযোগকারিণী কাকলি পণ্ডার স্বামীকে তলব করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাকলির অভিযোগপত্র তাঁর স্বামী শাম্তনু কাঁথি থানায় জমা দিতে গিয়েছিলেন। CBI সূত্রে খবর, যে প্রভাবশালীর কথা অভিযোগকারিণী জানিয়েছিলেন, তদন্তে এখনও তাঁর নাম উঠে আসেনি। তাই অভিযোগকারিণীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়াও, কাঁথি থানার তদন্তকারী অফিসার ও আরও দুই পুলিশ কর্মীকে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তদন্ত কীভাবে এগিয়েছিল, IO-র কাছে তা জানতে চাওয়া হবে।






























