(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ সকাল (Seg I): ভোর থেকে শিয়ালদার দুই শাখায় রেল অবরোধ, তুঙ্গে যাত্রী ভোগান্তি | Bangla News
পরপর ট্রেন বাতিল হওয়ায় ভোর থেকে শিয়ালদার দুই শাখায় রেল অবরোধ। শিয়ালদার দক্ষিণ শাখার তালদি স্টেশনে আটকে পড়ে আপ ক্যানিং লোকাল। নিত্যযাত্রীদের দাবি, আগে থেকে না জানিয়ে ভোর ৩টে ৪৫ মিনিটে প্রথম ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বনগাঁ শাখার ঠাকুরনগর (Thakurnagar) স্টেশনেও অবরোধ। পরপর দুটি ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধ। এখনও চলছে অবরোধ, আটকে একাধিক ট্রেন। অবরোধের জেরে ভোগান্তির মুখে ট্রেনযাত্রীরা। ঘটনাস্থলে এসেছেন জিআরপি, রেল আধিকারিকরা।
রাজ্যে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১০ হাজারের দোরগোড়ায়। মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo), কৌস্তভ চট্টোপাধ্যায় (Kaustav Chatterjee) এবং কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা।
বদলাচ্ছে করোনা। সেইসঙ্গে বদলাচ্ছে উপসর্গও। বদল আসছে করোনা চিকিৎসাতেও। আগে যে ওষুধ ব্যবহার করা হত, যে ওষুধগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হত তার প্রায় সবই এখন বাতিলের খাতায়।
এদিকে, পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Nalanda Medical College Hospital) করোনা আক্রান্ত আরও ৫৯ জন চিকিৎসক। এই নিয়ে ওই হাসপাতালে মোট ১৫৯ জন চিকিৎসক সংক্রমিত হয়েছেন। লুধিয়ানার (Ludhiana) নার্সিং কলেজে করোনার থাবা। আক্রান্ত ৪১ জন নার্সিং পড়ুয়া। এদিকে, জম্মু কাশ্মীরের কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত ১৪০ জন পড়ুয়া। সংক্রমণের জেরে আগেই ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাশাপাশি, করোনায় (Corona) দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড আমেরিকার (America)। একদিনে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পার। অতি সংক্রামক ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের প্রভাবেই সংক্রমণের ব্যাপক বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনেও (Britain) লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই প্রথম সে দেশে দৈনিক সংক্রমণ ২ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনা আক্রান্ত ২ লক্ষ ১৮ হাজার ৭২৪ জন।
অন্যদিকে, বছরের শুরুতে শীতের (Winter) দাপট অব্যাহত। কলকাতায় (Kolkata) আরও নামল পারদ। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। শীতের কনকনানি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।