West Bengal News Live: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
উপনির্বাচনেও সবুজ ঝড় (West Bengal Assembly By Election 2024)। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর-তালডাংরা। ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়।
লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ।
উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। জমিদার নই, আমরা পাহারাদার, বার্তা মমতার। প্ররোচনায় পা না দিয়ে বাংলাকে বদনাম করার গল্প খারিজ জনগণের, পোস্ট অভিষেকের।
আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু।
ভোটে ভরাডুবি, দলেই বদলের সওয়াল দিলীপের।
বিজেপির পরাজয় নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ তথাগতর।
মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। মুখ খুলেই নেতৃত্বকেই আক্রমণে বার্লা।
হাড়োয়া থেকে সিতাই--তৃণমূলের কাছে বিজেপিরও জামানত জব্দ। ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের। মানুষ এদের বিশ্বাসই করে না, কটাক্ষ ফিরহাদের।
বাংলায় এবারও শূন্য় সিপিএম। মহারাষ্ট্র থেকে মিলল সান্ত্বনা। বিজেপিকে হারিয়ে দহনু আসন ধরে রাখল সিপিএম।
মহারাষ্ট্রে ফের বিজেপি জোটের কাছে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা। অপ্রত্যাশিত ফল, বললেন রাহুল। ইন্ডিয়া জোটের মুখরক্ষা ঝাড়খণ্ডে।
মারাঠাভূমে গেরুয়া ঝড়। শিন্ডেই মুখ্যমন্ত্রী, নাকি এবার কে? জল্পনার মধ্যেই সুশাসন, উন্নয়নের জয় বলে পোস্ট প্রধানমন্ত্রী।
বিপুল ভোটে মহারাষ্ট্র দখলের পরে বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী।
আর্থিক দুর্নীতি মামলায় জেল খেটে বেরিয়েও ঝাড়খণ্ডে হেমন্তের প্রত্যাবর্তন। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। মমতার নীরবতায় খোঁচা বিজেপির।
প্রথমবার ভোটের ময়দানে নেমেই মাস্টারস্ট্রোক প্রিয়ঙ্কার। রাহুলের ওয়েনাডে রেকর্ড ভেঙে জয়।
পুলিশের পর মেয়রের নিশানায় পুরসভার ডিজি বিল্ডিং।
West Bengal News Live: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা
সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুঠ
বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ
সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ
গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার
গতমাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা
পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ
WB News Live Updates: উপনির্বাচনে ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বামেদের, সিপিএম-কে কটাক্ষ করে পোস্ট কুণাল ঘোষের
উপনির্বাচনে ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বামেদের
সিপিএম-কে কটাক্ষ করে পোস্ট কুণাল ঘোষের
'মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, সিপিএম শূন্য থেকে একে যায় না'
উপনির্বাচনে ভরাডুবি নিয়ে সিপিএম-কে কটাক্ষ কুণাল ঘোষের
West Bengal News Live: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার, দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার
দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি
শিশুমেলার আয়োজন নিয়ে মিটিং চলাকালীন তুলকালাম
দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি
WB News Live Updates: সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে তৃণমূল?
সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে তৃণমূল?
কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়, খবর সূত্রের
সুখেন্দুশেখরকে কি বাদ দেওয়া হয়েছে জাতীয় কর্মসমিতি থেকে? জল্পনা তৃণমূলে
প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়
'দলে শৃঙ্খলা সবার আগে, যা ইচ্ছা বলা যায় না'
আর জি কর-কাণ্ডে সুখেন্দুশেখরের আক্রমণের প্রসঙ্গ টেনে মন্তব্য ফিরহাদের
West Bengal News Live: হাড়োয়ায় উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
হাড়োয়ায় উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
বিজেপি প্রার্থী বিমল দাসের বাগানের গাছ কেটে, জমিতে জল দেওয়ার যন্ত্র ভেঙে দেওয়ার অভিযোগ
রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাগানে ঢুকে ২০-২৫টি গাছ কেটে, কৃষি সরঞ্জাম ভেঙে দেওয়া হয়ে বলে অভিযোগ
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি প্রার্থীর
এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি