(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live: উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
উপনির্বাচনেও সবুজ ঝড় (West Bengal Assembly By Election 2024)। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর-তালডাংরা। ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়।
লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ।
উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। জমিদার নই, আমরা পাহারাদার, বার্তা মমতার। প্ররোচনায় পা না দিয়ে বাংলাকে বদনাম করার গল্প খারিজ জনগণের, পোস্ট অভিষেকের।
আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু।
ভোটে ভরাডুবি, দলেই বদলের সওয়াল দিলীপের।
বিজেপির পরাজয় নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ তথাগতর।
মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। মুখ খুলেই নেতৃত্বকেই আক্রমণে বার্লা।
হাড়োয়া থেকে সিতাই--তৃণমূলের কাছে বিজেপিরও জামানত জব্দ। ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের। মানুষ এদের বিশ্বাসই করে না, কটাক্ষ ফিরহাদের।
বাংলায় এবারও শূন্য় সিপিএম। মহারাষ্ট্র থেকে মিলল সান্ত্বনা। বিজেপিকে হারিয়ে দহনু আসন ধরে রাখল সিপিএম।
মহারাষ্ট্রে ফের বিজেপি জোটের কাছে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা। অপ্রত্যাশিত ফল, বললেন রাহুল। ইন্ডিয়া জোটের মুখরক্ষা ঝাড়খণ্ডে।
মারাঠাভূমে গেরুয়া ঝড়। শিন্ডেই মুখ্যমন্ত্রী, নাকি এবার কে? জল্পনার মধ্যেই সুশাসন, উন্নয়নের জয় বলে পোস্ট প্রধানমন্ত্রী।
বিপুল ভোটে মহারাষ্ট্র দখলের পরে বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী।
আর্থিক দুর্নীতি মামলায় জেল খেটে বেরিয়েও ঝাড়খণ্ডে হেমন্তের প্রত্যাবর্তন। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। মমতার নীরবতায় খোঁচা বিজেপির।
প্রথমবার ভোটের ময়দানে নেমেই মাস্টারস্ট্রোক প্রিয়ঙ্কার। রাহুলের ওয়েনাডে রেকর্ড ভেঙে জয়।
পুলিশের পর মেয়রের নিশানায় পুরসভার ডিজি বিল্ডিং।
WB News Live Updates: রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রইল তৃণমূলের
রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রইল তৃণমূলের। এবার মাদারিহাট আসনও হাতছাড়া হল বিজেপির। পদ্ম-প্রার্থীকে হারিয়ে উত্তরবঙ্গের আরও একটি আসনে জয়ধ্বজা ওড়াল রাজ্যের শাসকদল। শুধু তাই নয়, লোকসভা ভোটের তুলনায় বাড়ল জয়ের ব্যবধানও।
West Bengal News Live: ১০ ঘণ্টার অপারেশন, বেলুড়ের অপহৃত ব্যবসায়ী ও তাঁর ভাইকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ
১০ ঘণ্টার অপারেশন, বেলুড়ের অপহৃত ব্যবসায়ী ও তাঁর ভাইকে মুর্শিদাবাদের ফরাক্কার একটি হোটেল থেকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ৫ জন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নদিয়া ও মালদার বাসিন্দা। বেলুড়ের ভোটবাগানের বাসিন্দা ছাঁট লোহার ব্যবসায়ী ও তাঁর ভাই ব্যবসার কাজে বৃহস্পতিবার নদিয়ায় যান। অভিযোগ, সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়। ব্যবসায়ীর পরিবারকে ফোন করে সাড়ে ৫ কোটি টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে নদিয়ায় যায়। তার আগেই ব্য়বসায়ী ও তাঁর ভাইকে নিয়ে অপহরণকারীরা ফরাক্কায় রওনা দেয়। সেখান থেকেই পরে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। ব্যবসায়িক শত্রুতার কারণেই অপহরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।
WB News Live Updates: উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন
কলকাতায় ফের আগুন, উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন
ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই পুড়ে ছাই
ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক
West Bengal News Live: বাংলার রাজনীতিতে সবুজ ঝড় অব্যাহত
বাংলার রাজনীতিতে সবুজ ঝড় অব্যাহত। ছয় কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনেও ছয়ে-ছয় তৃণমূল। তার মধ্যে দুই কেন্দ্রে জয়ের ব্যবধান এক লক্ষ ছাড়িয়ে গেল বাংলার শাসকদলের। অন্যদিকে, নৈহাটি বিধানসভার বুথভিত্তিক ফল নিয়ে প্রশ্ন তুলল বিরোধী পরাজিত প্রার্থীরা। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
WB News Live Updates: উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের
উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের